মেঘবালিকার
বন্ধু
টুপটাপ
ঝরে পড়ে মেঘের কানীন সন্তান
বিপদ
চেনেনি মেয়ে, নিয়োগে অশনি-সংকেত
তোমারো
তো নীল শাড়ি আলগোছে মাটি ছুঁয়েছিল
বজ্র
পারিনি আমি, আঁটুনিতে তাও ভুলে গেলে
ভেজা
মাটি চিরদিন বীজধান হাত পেতে নেয়
খুব
কি নিন্দে হত কর্ণও বাবা খুঁজে পেলে?
ঘুম
এইবারে
ফিরে যেতে পারি
কালো
কালো যাযাবর বেশে
পৃথিবীর
অসুখের পারে
আমার
রমণ গেছে ভেসে
সুখের
লবণ টুটাফুটা
ফুৎকারে
ছুটে যায় আলো
প্রেমিকারো
হুকে জং থাকে
শেষ
কবে বেসেছিলে ভাল?
ঘাস
হওয়া হরিণের নেশা
বাঘেদেরও
ক্রন্দন পায়
তবুও
খাওয়াখাওয়ি চলে
পৃথিবীর বড় ঘুম পায়
No comments:
Post a Comment