Saturday, July 20, 2019

কবিতা - রাজর্ষি দে




মেঘবালিকার বন্ধু


টুপটাপ ঝরে পড়ে মেঘের কানীন সন্তান
বিপদ চেনেনি মেয়ে, নিয়োগে অশনি-সংকেত

তোমারো তো নীল শাড়ি আলগোছে মাটি ছুঁয়েছিল
বজ্র পারিনি আমি, আঁটুনিতে তাও ভুলে গেলে

ভেজা মাটি চিরদিন বীজধান হাত পেতে নেয়
খুব কি নিন্দে হত কর্ণও বাবা খুঁজে পেলে?


ঘুম

এইবারে ফিরে যেতে পারি
কালো কালো যাযাবর বেশে
পৃথিবীর অসুখের পারে
আমার রমণ গেছে ভেসে

সুখের লবণ টুটাফুটা
ফুৎকারে ছুটে যায় আলো
প্রেমিকারো হুকে জং থাকে
শেষ কবে বেসেছিলে ভাল?

ঘাস হওয়া হরিণের নেশা
বাঘেদেরও ক্রন্দন পায়
তবুও খাওয়াখাওয়ি চলে
পৃথিবী বড় ঘুম পায়





No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক :   চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...

পাঠকের পছন্দ