Saturday, July 20, 2019

কবিতা- দেবাশিস চন্দ





আঁধার আঁধি

পুড়ে যায়
দূরে যায়
যায় সরে
নিভৃত নীরবে
ক্রমে ক্রমে
নেভে বাতি
কেবলই কদর্য                                                                              
বাক্য বুনন
কুৎসা খনন
রাত্রিদিন
আঁধার আঁধি
নেই কোনো
সমুদ্র–আমন্ত্রণ
দখিনা বাতাস
ফিরে যায়
ম্লান সুরে
বেহাগ ব্যথায়
বসন্ত বর্ণমালার
ব্যর্থ দিনশেষে 

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক :   চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...

পাঠকের পছন্দ