Saturday, July 20, 2019

কবিতা - নবনীতা চট্টোপাধ্যায়





সুখ অসুখ

 মুরগী ও শালিকের সাথে
মাটির দাওয়ায় অন্ন খুঁটে
খায় আত্মজ আত্মজার দল___
লাল রুখা মাটি,ঝুঁকে পড়া বেতোঝোপ
ঢোল কলমি আর সাঁচি শাকে
মজা পুকুরের জল তুলে
বুকফাটা জমি সেচতে সেচতে
কৃষক ভাবে এবারেও কেনা
হলো না সখের মোবাইল তার|
তীব্র দহনে
  টুটিফাটা জমিতে
শস্যরা কবেই ফিরিয়েছে মুখ|
মাথার উপর উড়ে যায় বিমান
ভিতরে নীল শীতল হাওয়ায়
মানুষজন দ্রুত পার হয় প্রান্তর|
ওরা কত সুখী....ভাবে সে|
তখনি দূর আলপথ দিয়ে
সানকিতে ভেজানো ভাত আর
ভাজি নিয়ে তার নিজস্ব ডাগর
কলমি ডগা কাছে এলে
সুখের নরম শীতল হাওয়া
বিমানের থেকে বেরিয়ে এসে
তার চারপাশে পাক দিয়ে হাসে....
       

      নির্জন স্টেশন থেকে

কখনো কখনো রাত গভীরে
আলোয় হেসে ওঠে প্লাটফর্ম|
যেন ট্রেন থেকে নেমে
আসবে তুমি এই নির্জন প্রতিক্ষালয়ে|
চারপাশে ছুটে যায় শব্দেরা|
ট্রেন ছোটার শব্দ...চায়ের ফেরি...
মানুষের ছোটাছুটি...কুলিদের ব্যস্ততা...
ট্রেন ছাড়ার ঘন্টা ধ্বনি...
যেন সবাইকে ফেলে রেখে
বিষণ্ণ একা সেই ট্রেন
ঢেউয়ের ভিতর দিয়ে ফিরে
যাবে এক হিম জলতলে...
সহসা দরজায় টোকা পড়ে|
একরাশ অন্ধকার আর হাহা
শব্দেরা মৃদু স্বরে বলে_"আমরা".…


     ক্যানভাসে ঈশ্বর ও শয়তান

ভোরের কুয়াশায় বিস্তীর্ন প্রান্তরে
হেঁটে যান ঈশ্বর ও শয়তান|
ধূমায়িত চায়ের কাপে দুজনের
কথোপকথনে মজলিশের মৌতাত|
প্রতিটি অপরাহ্নে নদীর ঘাটে
আড্ডায় ঈশ্বর ও শয়তান |
শান্ত ও নীচু স্বরে ঈশ্বর ব্যাখা করেন
জগতের শুভ ও মঙ্গলের কথা |
শয়তান লুকিয়ে
  রাখে তার
ভিতরে গভীর গোপন চলা|
টুপ করে খসে পড়ে পাতারা |
ভেসে যায় ঢেউয়ের সাথে
 
ধাই হরিণীর মতো ছুটে চলে সময় |
ঈশ্বর ও শয়তানের ক্যানভাসে
নীরবে নেমে আসে রাত |
ক্লান্ত ঈশ্বর ফিরে যান
না_মানুষদের পবিত্র হৃদয়ে|
শয়তান মুচকি হেসে ঢুকে
পড়ে মানুষের
  অন্তরে....

No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক :   চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...

পাঠকের পছন্দ