শীত
এসেছে,এবার তুমি ঘুমোও প্ল্যানচেটের আত্মা
মোমবাতির
অসহ্য আগুন ছুঁয়ে প্রতিটি সকাল দ্যাখা…
রাত
জাগছে রোগা হাত, প্রতীকী অন্ধকার ফুঁড়ে
বেরিয়ে
পড়ছে এ জন্মের সব পাপ…
গাছেদের
গা থেকে ঝরে পড়ছে পলাতক কবিটির
চোখের
বদলানো নানা রং,পণমোচী অরণ্যের ইস্তাহার…
আমি
জানি, এভাবেই রোজ প্রতিরাতের হয়রানি গিলেছে আমাদের
আর
তারপর ঢুলুঢুলু চোখ নিয়ে আমরা বন্ধুরা বসে গ্যাছি
ওই
আত্মার সামনে, পিছনে, দুপাশে…
দেখেছি
ক্রমশ রাত লিখে চলেছে এক রোগা হাত, প্রায়
নুইয়ে
পড়া এক ছায়াশরীর
মোমবাতির নিভে আসা
সলতে…
পুড়তে থাকা আঙুলের ইচ্ছে…..
No comments:
Post a Comment