আমাদের
বাড়ির সবচেয়ে বড় এবং পুরোনো সাইকেল বয়সে আমার থেকে বছর চারের ছোটো। অবশ্য তার
আমাদের বাড়িতে আসাকে যদি জন্মদিন ধরি তবেই। ২০০০ সাল নাগাদ দাদু অবসর নিয়ে এই
সাইকেল কিনেছিলেন। এদিক সেদিক ঘুরতেন।সাইকেল ছিল নিত্যসঙ্গী। এসবই আমার শোনা কথা।
অবশ্য কয়েকবছর পর আমিও দাদুর নিত্যসঙ্গী হই। সাইকেলের সামনে দিকের ব আকৃতির অংশটির
ওপর ছোট্ট শিট লাগানো হয়, তাই হয় আমার আসন। তাতে চেপে আমি আর দাদু কত জায়গায় না ঘুরেছি।
বিহারীনাথ পাহাড় , তিলুড়ি, বড়ন্তি
ড্যাম আরও কত গ্রাম যে।আমাদের আশেপাশের কোনো গ্রামই আমাদের অগম্য ছিল না। দাদু
প্যাডেল করতেন একপা একপা করে, বার্ধক্যের স্বাভাবিক
ক্লান্তি তাঁকে ছুঁয়েছিল।সেই ক্লান্তিই প্যাডেল করায় ফুটে উঠতো। তবু উদ্যোমের অভাব
ছিল না। ধপধপে সাদা ধুতি পাঞ্জাবি পরা দাদু আর হাফপ্যান্ট পরা আমি
বেরিয়ে পড়তাম অনাবিষ্কৃত কিছু আবিষ্কার এর নেশায়। দাদুর হাঁপানি হলে এই নেশা কেটে
যেত।বাবুইদড়ি দিয়ে বোনা খাটে অবিরাম পেয়ারা গাছের দিকে তাকিয়ে থাকতো দাদু, যেখানে একদল বাবুইএর বাসা ছিল। দাদু বলতো -- ' দ্যাখ আঁজির গাছের নিচে আমি বাবুইদড়ির খাটেই শুঁয়ে আছি, আর উপরে বাবুইএর বাসা ; তাহল্যে ভাব আমরা যেমন
যেভাবে আছি তেমন আরও কেউ কুথাও নিশ্চয় আছে... ওই বাবুইদড়ির খাইট আর বাবুইবাসার মতন
। ' তখন বুঝিনি আজ সামান্য হলেও এই কথার মর্মার্থ বুঝি।
এই বাবুই দড়ি আর বাবুইবাসার উপাদানগত সমতা না থাকলেও তা বলে আমরাও যে ব্রহ্মের অংশ
হয়তো তাই বোঝাতে চেয়েছিলেন।পরে কোনোদিন এই কথার মর্মার্থ জেনে নিতে ইচ্ছে হয়নি
কারণ রহস্যময়তা ভালোবাসি বলে সংকেত ভালোবাসি বলে স্পষ্ট হতে মন চায় না। মন চায়
বেড়াতে যেতে। চল মন বেড়াতে যাবি।এখনও সেই সাইকেল আছে, শরীরে
অজস্র বদলের চিহ্ন নিয়ে। চালাই মাঝেমাঝে। দাদু আর চালায় না। কোমর ভেঙে পড়ে
আছে।দুদুবার কোমরে আঘাত লাগায় হতদ্যোম হয়ে পড়েছে। আর প্যাডেল করে না সাইকেলে। আর
শোয় না উঠোনে রাখা বাবুইদড়ির খাটে আর দেখে না পেয়ারা গাছে বাবুইবাসা। পেয়ারা
গাছটাও আর নেই। এই এতো নেই নেই আর মাঝেও কিছু আছে। বাবুই দড়ি ও বাবুই বাসার মতো
আমার এবং দাদুর মতো খণ্ডে বৃহৎ হয়ে কেউ নিশ্চয় আছে।
বিষয়- আত্মজীবনীর অংশ। এছাড়াও আছে কবিতা, গল্প, গদ্য । এবং স্বাধীনতা বিষয়ক বিশেষ ক্রোড়পত্র
Subscribe to:
Post Comments (Atom)
একঝলকে
সম্পাদকীয়-র পরিবর্তে
চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক : চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...
পাঠকের পছন্দ
-
এই বাজার কি আর স্থিতি দিতে চায়, অস্থির না হলে মুনাফা কোথায়? —বিতান চক্রবর্তী প্রথম বই ‘অভিনেতার জার্নাল’ হলেও সম্যক পরিচিতি এস...
-
সেটা হাজরা পার্কের কোন এক দুপুরের কথা। বন্দীমুক্তির দাবীতে সুরেশ বিশ্বাস “শত শহীদের রক্তে রাঙ্গা পতাকা” গাইছেন উন্মুক্ত কণ্ঠে...
-
মা যেদিন বেঘোরে মরে গেল তার পরদিনই আমি গোটা শহর এন্তার চষে বেড়াতে শুরু করলাম। যেন সেই দুই বেণী ঝুলছে কাঁধে, আগের মতো টই টই রাণী বল...
-
ফাঁকা মাঠ। ধান উঠে গেছে। ধানগাছের অবশিষ্ট খড় , যে অংশটি মাটিতে গেঁথে আছে--পা যাচ্ছে ফালাফালা হয়ে , কিন্তু হুঁশ নেই। মনের মধ্যে ভ...
-
( উৎসর্গঃ - যাদের নাম এই লেখাটিতে নেই , অথচ থাকলে লেখাটি আরো একটু সম্পূর্ণ হতে পারতো সেই মুকুট ভট্টাচার্য , স্বর্ণেন্দু সরকার , চ...
-
সকালে এক কাপ ধোঁয়া ওঠা চা আর দুটো ডাইজেস্টিভ বিস্কুট নিয়ে খ এসে আমার সামনে বসল। বুঝলাম আজ ও আগেই চা খেয়ে নিয়েছে। গতরাতে ওকে ...
-
মোবাইলে সময় বলছে রাত দুটো বেজে সতেরো মিনিট পার হল। মেয়েটা একটা টর্চ হাতে সিঁড়ির কাছে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠছে। প্রতিটা পদক্ষেপে...
-
শহীনের বাড়িতে কোনও আড়াল ছিল না । এক ঘর থেকে অন্য ঘর আলাদা করার দেয়াল ছিল না কোনও । অনায়াস যাতায়াত ছিল আমাদের । শহীনের বাড়িত...
-
বিকেল হঠাৎই একটা বিকেল আমি কুড়িয়ে পেয়েছি এই বিকেল কি আমার জীবনের বিস্মৃতি উপচে ফিরে এসেছে নাকি অন্যের, আমার আয়ুর ব...
-
মফস্বলের এক মধ্যবিত্ত পরিবার । জন্ম হল এক ফুটফুটে কন্যাসন্তানের । মায়ের কাছে শুনেছিলাম এতটাই ফর্সা হয়েছিলাম নার্সিংহোম থেকে একটা...
No comments:
Post a Comment