Saturday, July 20, 2019

কবিতা - সুমন মল্লিক







বৃক্ষের কান্না 

কুয়াশার সাথে ফিরে এসেছে
স্নেহাতুর সন্ধ্যার মায়াবী ডানা ৷
গোটা রাতজুড়ে দীর্ঘ হয়
অসুখ – কবরের ভেতর প্রেম
আরেকটা কবর বানিয়ে ফেলে ৷
যে পাতারা ঝরে গেছে নীরবে
তাদের শুষ্কতায় মিশে ছিল
কিছু আদিম বৃষ্টি, তৃপ্তি,
আর অপরাধহীন স্পর্শের কিছু
জাদু-হামাম ৷ সেসব আর
নেই এখন, এখন নতুন পাতায়
শ্বাস বিনিময় করে মাছরাঙা,
প্রেমের কবর থেকে উঠে আসে
এক আকাশ শিউলি ফুল ৷
কুয়াশার সাথে ফিরে এসেছে
না শেষ হওয়া এক শীতঘুমের
গরল-ভাস্কর্য ও তার ইভ্ ৷
গোটা রাতজুড়ে খুন হয় ঘুম ;
আর কান্না মুছে দেয় যে আঁচল
তাতেই নিভৃতে ফিরে আসে প্রেম ৷













তিনটি দুঃখ  


তোমার চোখের ভাষা বুঝতে পারার পর
তোমার চোখে বৃষ্টি ছাড়া কিছুই ছিল না

অগুনতি ভুলের মাঝে
একটি ভুলই সার্থক...
যাদের বোঝার কথা ছিল
তারা মুখ ঘুরিয়ে রেখেছে

স্বপ্নের চিতায় শুয়ে আছি চুপচাপ
কেউ এসে আগুনটুকুও দিচ্ছে না



No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক :   চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...

পাঠকের পছন্দ