Saturday, July 20, 2019

তিনটি কবিতা --- দীপ্তেন্দু জানা



       
      


  "   ডুব সাঁতার "


সুন্দর যদি হয়ে ওঠে ক্ষুর
তুমি কি নিঃশর্তে আক্রান্ত হবে না বলো?


এক  পকেটে বরফ আমার
এক পকেটে আগুন

ভ্রমণপিপাসু ছাড়া জলের অন্য কোনো পরিচয় নেই 

কখনো সরল 
কখনো সর্পিল 

মাছের পানীয় জল আর মাছের চোখের জল মিলেমিশে এক হয়ে আছে 

তুমি বরং একখানি নৌকা হয়ে ওঠার আগে নিয়ে নিও নদীর মতামত 
একমাত্র নদীরাই জানে কে কতক্ষণ ডুবসাঁতার হতে পারে 

                    


             "অধঃপতন"



প্রাক্তন ভুলে আসা যত কবরে 
দেখে যাও বেঁচে আছি কিভাবে
শুধু  ভুরুবনে স্যাঁতস্যাঁতে হাওয়া চরে


মেহেফিল-এ-সাম মেঘচর্চিত
নিজের জাং থেকে মাংস কেটে
যম খাবেন, সেহেতু, রান্না করছি তো


সমস্ত স্বর্গ  ঝিকোয়  ওপিঠে
এপিঠে নরক। মদিরা-এ-জাম
বল, বল, কেন আমি নেই আজ টিকিটে?


প্রাক্তন ভুলে আসা যত কবরে
দেখে যাও বেঁচে আছি কিভাবে 
শুধু জানালায় টিপটিপ বালিকা ঝরে


                  

              "  পুনর্জন্মের দাম "



দুটো যে কথা বলব
ঠোঁটের মাপে একটা সংলাপও কেউ রাখেনি আলো তাই একা একা কথা বলে আর ফেরিওয়ালার মতো বেপাড়ায় সরে যায় 


মূকাভিনয়ের নিচে
ঢেকে রাখি মুখ 

সমস্ত বেঁচে থাকা কই মাছের ফুর্তি নয়। জানো  কী কোন কোন বেঁচে থাকা  মৃত্যুর অধিক? 


কফিন ব্যবসা মার খায় না পৃথিবীতে।পুনর্জন্মের দামও তাই হুহু বেড়ে যায়


No comments:

Post a Comment

একঝলকে

সম্পাদকীয়-র পরিবর্তে

চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য কি হওয়া উচিত? ঋত্বিক ঘটক :   চলচ্চিত্র তৈরির প্রাথমিক লক্ষ্য মানবজাতির জন্য ভাল কিছু করা। যদি আপ...

পাঠকের পছন্দ